ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তাতে বারবার ভারতের পাশেই দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ভারতকে সামরিকভাবেও সাহায্য করতে প্রস্তুত, এমনটাই জানানো হয়েছিল হোয়াইট হাউজের পক্ষ থেকে।
কিন্তু আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের দাবি, চীনের সঙ্গে ভারতের উত্তেজনা যদি আরও বাড়ে, তখন যে ট্রাম্প ভারতকেই সমর্থন করবেন, তার কোনও গ্যারান্টি নেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘ভারতের পক্ষ নিয়ে ট্রাম্প কতদিন চীনের বিরোধিতা করবেন তা আমি জানি না। মনে হয় না উনি নিজেও জানেন। উনি শুধু বাণিজ্যিক স্বার্থেই চীনের সঙ্গে সম্পর্কের কথা জানেন।
নভেম্বর মাসে ভোট শেষ হলে উনি ক্ষমতায় এলেই আবার চীনের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তি করবেন। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আরও খারাপ হলে উনি যে ভারতের সঙ্গেই থাকবেন, তা জোর দিয়ে বলা শক্ত।’
তার মতে, ট্রাম্প ভারত ও চীনের সম্পর্কের ইতিহাস নিয়ে কিছুই জানেন না। যদি তাকে কেউ তা বলেও থাকে,তাহলেও তা ট্রাম্পের মাথায় থাকবে না। ‘এই মুহূর্তে ট্রাম্প নিজের নির্বাচনী লড়াইবেশ কঠিন করে ফেলেছেন। সেটি আরও কঠিন হোক, এমন কোনও কিছুই তিনি আগামী চার মাস করবেন না। তাই এই মুহূর্তে চীনের বিরোধিতা করছেন। আসলে ওনার কাছে কোনও খবর না থাকাই ভালো খবর’,বলেন বোল্টন।