অনলাইন নিউজ পোর্টালের রেজিষ্ট্রেশন শুরু করা হবে এ মাসের মধ্যেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় তথ্যমন্ত্রী বলেন, গেল মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছিলো। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইত্যোমধ্যেই গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি।
তাই আশা করছি এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন দেওয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, পত্রিকার ডিক্লারেশন যেন যার তার হাতে না যায় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও রিজেন্টের চেয়ারম্যান সাহেদের পত্রিকার ডিক্লারেশন পেতে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।