ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৫টি স্কুল ও ১টি মাদ্রাসায় ১৬৭ জোড়া প্লাষ্টিক বেঞ্চ বিতরণ করেছেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প জাইকা। ১৪ জুলাই ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বেঞ্চ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জাইকার উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার, এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান, সুজিত কুমার চক্রবর্তী, মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকেই।
জানা গেছে জেএসসি ও এসএসসি পরীক্ষার সময় যেসমস্ত প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয় কিন্তু বেঞ্চ সংকট দেয়, সেই দিক বিবেচনা করে এ সমস্ত প্রতিষ্ঠানে এ বেঞ্চ বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাসিরনগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়, বিজয়লক্ষী স্কুল এন্ড কলেজ, কুন্ডা উচ্চ বিদ্যালয়, ফান্দাউক মদিনাতুল উলূম দাখিল মাদ্রাসা। এ সময় স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে এ ব্যঞ্চ গ্রহণ করেন।