সবকিছুই যেন একটি অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় বিরাজ করছে। তবুও সাহস দেখানোর মতো অনেকেই দুঃসাহসীক কাজ করে নিজে এবং অন্য উভয়কেই ক্ষতিগ্রস্ত করে থাকেন।
করোনা (কোভিড-১৯)’র এমন সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতা প্রশংসাযোগ্য। করোনা’র শুরু থেকেই শহর ও নগর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন আজও।
হাটের দিনগুলোতে যাতে করে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় অব্যাহত থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ জুলাই) শহরের উকিল পট্টির কবুতর বাজার, চারা গাছের বাজারসহ বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর তৎপরতা দেখা গেছে।
বরগুনা কন্টিনজেন্ট এর লেফটেন্যান্ট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল নৌসেনা এসকল কার্যক্রম পরিচালনা করেন। সেই সাথে করোনায় করোনীয় সম্পর্কে জানান দিয়েছেন এই নৌ-কর্মকর্তা। পাশাপাশি মাস্ক ব্যবহার, হ্যন্ড গ্লোবস্ পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বারবার যেকোন সাবান দিয়ে অন্তত বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার মাধ্যমে কর্ম পরিচালনার জন্য অনুরোধ জানান।