এক হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান এফসি ট্রেডিং কর্পোরেশন এর আবেদনের প্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সম্প্রতি এফসি ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এ চাল রপ্তানির অনুমোদন দিয়ে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি দিয়েছে বণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে বলা হয়েছে।
এ চাল রপ্তানির ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো– রপ্তানির নীতি ২০১৮-২০২১ অনুসরণ করতে হবে। রপ্তানিযোগ্য সুগন্ধি চাল ট্রান্সপারেন্ট প্যাকেটে প্যাকেটজাত করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে।
এছাড়া রপ্তানিকৃত সুগন্ধি চাল জাহাজীকরণ শেষে রপ্তানি সংক্রান্ত সংশ্লিষ্ট সকল কাগজ বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। পাশাপাশি এই অনুমতির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।