February 13, 2025, 2:49 am

গলাচিপায় দুই সরকারি কর্মকর্তার অশ্রুসজল বিদায়।

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, July 15, 2020,
  • 357 Time View

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের দুই সরকারি কর্মকর্তাকে অশ্রুসজল বিদায় দিয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন। (১৫ জুলাই) বুধবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা

ডা. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা,

গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার

ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সমীর চন্দ্র হালদার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আর.এস.এম সাইফুল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সায়েম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মশিউর রহমান, গলাচিপা কালিবাড়ি কমিটির সভাপতি দীলিপ বনিক, সাধারন সম্পাদক তাপস দত্ত, বণিক সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ইছা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড,

সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী দুই কর্মকর্তাও বক্তব্য রাখেন। বিদায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মকালীন জীবনের নানাদিক তুলে ধরে বলেন,

কর্মকালীন সময়ে তারা সকল ক্ষেত্রে সততা, নিষ্ঠা আর আন্তরিকতার পরিচয় যেমন দিয়েছেন তেমনি সৎ ও সজ্জন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে গলাচিপার প্রতিটি মানুষের কাছে প্রিয় হয়েছিলেন। তাদের এ চলে যাওয়া নিয়মতান্ত্রিক হলেও গলাচিপা উপজেলা প্রশাসন একাধিক সৎ কর্মকর্তার অভাব অনুভব করবে।

তারা বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পরবর্তী কর্মস্থলের সুন্দর ও উন্নত জীবন কামনা করেন। এসময় বিদায়ী দুই কর্মকর্তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ এর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিদায়ী প্রকৌশলী কর্মকর্তা মো. আতিকুর রহমান তালুকদার বলেন, দীর্ঘদিন আপনাদের ভালবাসা পেয়ে এখানে নিষ্ঠার সাথে কাজ করেছি।

আপনাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আপনাদের ভালবাসা আমি কোনদিনও ভুলব না। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। আপনারা আমার জন্য দোয়া করবেন নতুন কর্মস্থলে গিয়েও যেন সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।

০১৭২৪১৪০৩৩৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71