বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে শাহজাহান সিরাজের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ ও তার মেয়ের সাথে ফোনে কথা বলে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।
প্রায় আট বছর ফুসফুসের ক্যানসারের সঙ্গে বসবাস করে গতকাল মঙ্গলবার বেলা তিনটার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান বর্ষীয়ান রাজনীতিক শাহজাহান সিরাজ।
মুক্তিযুদ্ধের আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ছাত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ যে চার ছাত্র নেতাকে ‘চার খলিফা’ হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম ছিলেন শাহজাহান সিরাজ।