বরগুনা জেনারেল হাসপাতালে আজ থেকে যুক্ত হচ্ছে আরো তিনটি High flow Nasal Cannula মেশিন। এরমধ্যে একটি মেশিন ক্রয় করে দিয়েছেন বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট সমাজসেবক এসএম মশিউর রহমান শিহাব।
“আসুন বরগুনা জেনারেল হাসপাতালে High Flow Nasal Cannula মেশিন ক্রয় করে দেই” এমন আহ্বান জানিয়ে সমাজকর্মী ও সাংবাদিক মুশফিক আরিফের একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে বরগুনার সর্বস্তরের মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
‘আমাদের জন্য আমরা’ নামে ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে শুরু হয় তহবিল সংগ্রহের কাজ। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়ে কাজ করেন সাংবাদিক আঃ আলীম হিমু, হাসানুর রহমান ঝন্টু ও মনির হোসেন কামাল।
এ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৬৯ জন এবং ৭ টি সংগঠন এই তহবিলে অর্থায়ন করেছেন। কেউ দিয়েছেন অর্থ, আবার কেউ মেশিন কিনে দিয়েছেন। নগদ অর্থ সংগ্রহ হয়েছে ১০ লাখ ৫৩ হাজার ১৬০ টাকা। যা পুরোটাই করোনা রোগীর চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে। এই তহবিল সংগ্রহ চলমান থাকবে। আপাতত চিকিৎসা বিভাগের উন্নয়নে কাজ করা হবে। এই তহবিলের সংগৃহীত অর্থের যাবতীয় আয়-ব্যয় হিসেব ফেসবুকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে প্রতিনিয়ত।
এখন পর্যন্ত ৩ টি High Flow Nasal Cannula মেশিন, ২টি অক্সিজেন কনসেট্রেটর, ৫টি অটোমেটিক বিপি মেশিন, ৭টি পালস্ অক্সিমিটার, ২টি ইনফ্রা থার্মোমিটার প্রদান করা হয়েছে।
এর মধ্যে বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য এস এম মশিউর রহমান শিহাব ব্যক্তিগত ভাবে একটি High Flow Nasal Cannula দিয়েছেন এবং নাভানা কোম্পানি একটি High Flow Nasal Cannula ও ২টি অক্সিজেন কনসেট্রেটর প্রদান করেছে।
বিশ্বব্যাপী মহামারী করোনার এমন সঙ্কটময় মুহূর্তে সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে বরগুনায় এমন উদ্যোগ দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করল। যা অন্য কোন জেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।