আশুলিয়ায় করোনা ভাইরাস জয় করা ৫০ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে শিল্প পুলিশ-১। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন শিল্প পুলিশের ৫৩ জন সদস্য। এছাড়া বাকি তিন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ-১ এর হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমান শিল্প পুলিশ সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব পালন করছেন।
এ সময় পুলিশের ঝুঁকির কথা বিবেচনা করে পুলিশ সদস্যদের মাঝে পিপিই, স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম ও ওষুধ বিতরণ করা হয়। সব শেষে করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন, আবু জাফর মোহাম্মদ সালেহসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।