মুজিববর্ষ উপলক্ষে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রত্মা আহমেদ,স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক গোলাম রাব্বি ,অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ,নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তজা আলী বাবলু সহ সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।