জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত কর্মসূচির সাথে সঙ্গতি রেখে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ডিসি মঞ্চ প্রাঙ্গনে গাছের চারা রোপন অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড,গোলাম সরোয়ার ও পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ জেলা প্রশাসকের কার্গাযালয় গাছের চারা রোপন করে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী কানিজ সুলতানা হেলেন, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, জেলা আওয়ামী লীগ,
পটুয়াখালী;আবদুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পটুয়াখালী; মহিউদ্দিন আহম্মেদ, মেয়র, পটুয়াখালী পৌরসভা; অ্যাডভােকেট গােলাম সরােয়ার, চেয়ারম্যান, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ।
এ সময় বক্তারা জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা সম্পর্কে আলোচনা করে গাছের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ কর্মসুচি সফলভাবে চালিয়ে জাওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন।