টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একই পরিবারের শিশু ও নারীসহ চারজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে উপজেলার পল্লী বিদ্যুৎরোড এলাকার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭) ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।
স্থানীয়রা জানান, গণি মিয়া নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। সকালে গণির শাশুড়ি বাসার গেটে এসে ডাকাডাকি করে কোনা সাড়া না পেলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের গোয়ান্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডির বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তদন্তের পরেই এটির আসল ঘটনা বলা যাবে।