ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে সহকারি উপ পরিদর্শক (এএসআই) আমির হোসেন মারা যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনি শংকর বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন: উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার আবুল হোসেন ও ইসমাইল।
পুলিশ জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকার মুসা মিয়ার ছেলে মামুনকে ধরতে অভিযান চালায় এএসআই মো. আমির হোসেন ও এএসআই মনি শংকর।
এসময় আসামিরা পুলিশের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পথে আমির হোসেন মারা যায়। এই ঘটনায় রাতেই ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরে শনিবার (১৮ জুলাই) ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আবুল হোসেন ও ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে নিহত এএসআই আমির হোসেনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাকে নিজ বাড়ি ময়মনসিংহের কতোয়ালীতে দাফন করা হবে।