ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ২৪ ঘণ্টায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে শনিবার ভোরে নিরাপত্তারক্ষীদের জঙ্গি বিরোধী অভিযানে সোপিয়ান জেলায় নিহত হয় তিন জঙ্গি। সূত্র এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, জঙ্গিদের অবস্থানের বিষয়ে জানতে পেরে সকালে সোপিয়ানের আমসিপোরা গ্রামে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। এসময় জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ করে গুলি শুরু করে। পরে নিরাপত্তারক্ষীরাও পাল্টা গুলি ছোড়ে। এসময় তিন জঙ্গি নিহত হয়।
এর আগে শুক্রবার বিকেলে একই অভিযানে কুলগামে নিহত হয় আরোও তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন শীর্ষস্থানীয় জঙ্গি রয়েছে বলেও দাবি করেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। নিহত কমান্ডার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জঈশ-ই-মোহাম্মদের সদস্য বলেও দাবি তাদের। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
ভারতের অভিযোগ, কাশ্মীরে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোকে মদদ দেয় পাকিস্তান। যদিও বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।