করোনা মহামারির পর বিধস্ত চীনের উহানে এবার বন্যা পরিস্থিতি ভয়াহব রূপ নিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই ভয়াবহ বন্যা চীনের মধ্য ও পূর্বাঞ্চলজুড়েই। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় উহান শহরসহ আরও কয়েকটি স্থানে রেড এলার্ট ঘোষণা করা হয়েছে।
বৃষ্টিতে উহানের ইয়াংজি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জানমাল রক্ষায় পূর্বসতর্কতামূলক সেখানকার অধিবাসীদের সরিয়ে নিতে ব্যবস্থা নিতে বলেছে কর্তৃপক্ষ।
এছাড়া, জিয়াংসি প্রদেশে পয়্যাং হ্রদের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও পূর্বে সাংহাইয়ের একটি হৃদের পানি বিপদসীমার ওপরে চলে যাওয়ায় সেখানেও রেড এলার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।
বন্যায় এসব এলাকার মানুষের সাধারণ জীবন যাত্রা বিঘ্নিত হচ্ছে।