জাতীয় পাটির মহাসচিব সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিয়ার রহমান রাঙ্গা বলেছেন, ‘সম্প্রতি এই করোনার দুর্যোগের সময় সাবরিনা-সাহেদদের কথা আমরা শুনছি। কিন্তু তারাই শুধু চোর হতে পারে না, তাদের সাথে মন্ত্রীরাও জড়িত। তারা ভাগ পেয়েছেন’। সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ‘চোর’ বলে আখ্যা দেন তিনি।
দুপুরে প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পল্লী নিবাসে এরশাদের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে এরশাদের দুর্নীতির খতিয়ান বের করতে ১০ কোটি টাকা ব্যয় করে কারও দুর্নীতি বের করতে পারেনি।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানান তিনি।
জাপার মহাসচিব রাঙ্গা, নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বলেন, ‘এরশাদের মতো জনপ্রিয় নেতার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে আমরা যশোর ও বগুড়াতে উপ-নির্বাচন করতে নিষেধ করেছিলাম। দুই এক দিন পেছালে এমন কোনো ক্ষতি হতো না। কিন্তু তারা শোনেনি।’
তিনি নির্বাচন কমিশনকে তাবেদার কমিশন বলে আখ্যায়িত করে বলেন, তারা দুটি উপ-নির্বাচনে ভোট চুরি করে বিজয়ী হওয়ার জন্য এটা করেছে।
এর আগে মঙ্গলবার সকালে বিমানযোগে সৈয়দপুরে আসেন। সেখান থেকে গাড়ি বহরে করে রংপুরের পল্লী নিবাসে পৌঁছে এরশাদের সমাধির পাশে দাঁড়িয়ে নীরবতা পালন ও সূরা তেলাওয়াত করেন।
এদিকে কেন্দ্রীয় নেতারা ছাড়াও রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এরশাদ ভক্তরা সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল থেকেই পল্লী নিবাসে ঢাকা থেকে আসা নেতারা ছাড়াও উত্তরবঙ্গের ষোল জেলার বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীদের সমাগম হয়।