সারা পৃথিবীতে প্রতিনিয়তই মানুষ নানা ধরণের সংক্রামক ব্যাধির মুখোমুখি হচ্ছে। কিছু সময় এসব রোগের কারণ এবং প্রতিকারেও মানুষ অসহায় হয়ে পড়ে এবং বিশেষজ্ঞদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথমে করোনা শনাক্ত হয়। পরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের সর্বপ্রান্তে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
তবুও যেনো মানুষের মাঝে এখন আর ভয় বিরাজ করছেনা। করোনার এমন ক্রান্তি লগ্নেও নিত্য অতি প্রয়োজনীয় কাজ করা ছাড়াও অতি সাহস দেখিয়ে থাকেন সচেতনতার উপর ভর করা অসেচতন কিছু মানুষ।
গত (১৭ জুলাই) শুক্রবার বরগুনা’র পাথরঘাটা উপজেলাধীন কাকচিড়া ইউনিয়নে কুলখানির আয়োজন করা হয়। যা কোন ধরণের স্বাস্থ্যবিধি মেনে করা হয়নি। ছিলোনা সামাজিক দুরত্ব কিংবা মাস্ক পরিধানের কোন চিহ্নের লেশ মাত্র।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ আবুবক্কর সিদ্দিকী ওই বাড়ীতে উপস্থিত হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সামাজিক দুরত্ব নিশ্চিত করে আয়োজিত কুলখানির খাবার ওই আয়োজনকারীর আত্মীয়-স্বজনদের বাড়ীতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন। সেই সাথে কিছু খাবার স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বন্টন করা হয়।