করোনার শুরু থেকেই দেশ সেবাই ভূমিকা রেখে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ। মানুষকে সচেতন করাসহ কাজ করছেন নানা ভাবে মানুষকে সহযোগীতাও করছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ হাজার ৩১৬ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ হাজার ৭৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।
এবং এই ভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৩ জন সদস্য মারা গেছেন। তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন।
বাংলাদেশ পুলিশ সদরদপ্তর জানায়, মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই আছেন ২ হাজার ৪৮৯ জন।