মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে আগুন লেগেছে। আগুন লাগার পরপরই জেনারেল ডায়নামিক্স নাসকো শিপইয়ার্ড কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আজ মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার যুদ্ধজাহাজ ‘কারসার্জ’-এ আগুন লাগে। এরপর দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার পরপরই জেনারেল ডায়নামিক্স নাসকো শিপইয়ার্ড কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্লাস্টিকের একটি বস্তুতে আগুনের স্ফুলিঙ্গ পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। এরপর শিপইয়ার্ডের নিরাপত্তার বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে। দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।
একটি বিস্ফোরণ থেকে আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।