কুমিল্লার চান্দিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নানকে হত্যা করা হয়। মান্নান হত্যা মামলার প্রধান আসামী ইয়াছিন (২৮) কে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
রোববার বিকালে চান্দিনা উপজেলার বেলাশহর এলাকা থেকে তাকে আটক করেন চান্দিনা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এস.আই) নোমান হোসেন। সোমবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আটক ইয়াছিন চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশহর এলাকার মৃত আলী আকবর এর ছেলে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল জানান, দুই পরিবারের চলাচলের পথে বেড়া দেওয়াকে কেন্দ্র করে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী বেলাশহর গ্রামে মারমারির ঘটনায় আব্দুল মান্নান (৬০) মারা যান। ওই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩জনকে আসামী করে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকন্ডের পর থেকে হত্যাকারীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে হত্যাকান্ডের প্রধান আসামীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।