কুয়াকাটায় উদ্ধারকৃত শিশুকন্যা সামিয়া(৫) কে পরিসেবা প্রদান করে আজ সোমবার পরিবারের কাছে হস্তান্তর করেছে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার এ এস আই বাইজিত বলেন পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মানুষিক ভারসাম্যহীন সেলিম মিয়া তার ৫ বছরের শিশু কন্যা সামিয়াকে বস যোগে কুয়াকাটায় নিয়ে আসে এবং তার মেয়েকে বাসে কুয়াকাটা চৌরাস্তায় রেখে টাকা ভাঙ্গানোর কথা বলে চলে যায় এবং আর ফিরে আসেনা। এ অবস্থায় বাসের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তার বাবাকে না পেয়ে শিশু কন্যা কে পুলিশ হেফাজতে রেখে যায়।
পরবর্তীতে পুলিশ শিশু কন্যা সামিয়াকে থানায় এনে পরিসেবা প্রদান করে এবং অনেক খোঁজাখুঁজির পরে শিশু কন্যার দেওয়া ঠিকানার খোজ করে তার মায়ের কাছে খবর পৌছাতে সক্ষম হয়।
খবর পেয়েই তার মা কলী আক্তার বাস যোগে সাথে সাথেই রওয়ানা করে ছুটে আসে মহিপুর থানায়।
এবং আজ সোমবার রাত ৯ টায় ফুলেল শুভেচ্ছা ও খেলার কেনার জন্য নগদ অর্থ প্রদানের মাধ্যমে থানা পুলিশ তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।
শিশু কন্যার মা কলি আক্তার বলেন আমরা স্ব পরিবারে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকি। আমি ইগলু আইসক্রিম কম্পানি তে চাকুরী করি এবং ওর বাবা দীর্ঘদিন ধরে মানুষিক রোগী। সে না বলে আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসে। আমি কাজ থেকে বাসায় ফিরে দেখি মেয়ে ও তার বাবা নেই, পরে আমার বড় মেয়ে বলে তারা কোথায় যেন গিয়েছে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে মহিপুর থানা পুলিশের মাধ্যমে খবর পাই যে আমার মেয়েকে পাওয়া গেছে সে এখানে আছে। বিলম্ব না করে আমি সাথে সাথেই এখানে ছুটে আসি। তিনি তার মেয়েকে মহিপুর থানা পুলিশ কর্তৃক মাতৃসেবা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন আমরা শিশু কন্যা সামিয়াকে উদ্ধার করে থানা পুলিশ কর্তৃক মাতৃসেবা প্রদান তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।