হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি ফের অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আল্লামা শফি’র ছেলে মাওলানা আনাস মাদানী জানান, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকদের পরামর্শে উনাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়।
শরীরের অবস্থা অতটা জটিল না হলেও সতর্কতার অংশ হিসেবে চিকিৎসরা উনাকে আইসিইউতে রেখেছেন। বুধবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দেশের শীর্ষ কওমী আলেম আল্লামা আহমেদের শরীরের বাসা বেধেছে নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
ফলে প্রায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত মাসের শেষের দিকেও শরীরে নানা জটিলতা দেখা দিলে চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।