দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন।
এ সময়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭০৯ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২,৮৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ১০,৫৪,৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শও দেন। এছাড়াও দেশে বন্যা পরিস্থিতিতে সবাইকে পানিবাহিত রোগ যাতে না হয় সে বিষয়েও পরামর্শ দেন।