কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন তারা লেগুনার যাত্রী ছিলেন।
আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চকরিয়া মহাসড়কের হারবাঙ্গ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর পরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।