ভাষা সৈনিক সিরাজুল ইসলাম ইন্তেকাল করছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ জুলাই) ভোরে ঢাকায় তাঁর ছেলের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভাষা সৈনিক সিরাজুল ইসলামের মরদেহ বিকেলে তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ভাষা সৈনিক সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৪ সালে। ১৯৫২ সালে তিনি মেহেরপুর মডেল ইংরেজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সহপাঠীদের নিয়ে মাতৃভাষা বাংলার দাবিতে ঢাকায় আন্দোলনরতদের প্রতি সর্মথন মিটিং মিছিলে অংশ নিয়েছিলেন।