বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বরগুনা জেলার গাড়ির রেট্রো- রিফ্লেক্টিভ নাম্বার প্লেটে বরগুনা বানান সংশোধিত হল। ইতোপূর্বে নাম্বার প্লেটে বরগুনা বানান মূর্ধন্য ‘ণ’ (বরগুণা) দিয়ে লিখা হত যা সঠিক নয়।
বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসার পর তিনি তা সংশোধনের উদ্যোগ গ্রহণ করেন এবং চেয়ারম্যান, বি আর টি এ ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিঃ মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে গাড়ীর নাম্বারপ্লেটে বরগুনা বানান সংশোধিত হয়ে আসে। বরগুনাবাসী এখন থেকে শুদ্ধ বানানে গাড়ির নম্বর প্লেট পাচ্ছেন।