এবার করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পপি। জনপ্রিয় এ নায়িকা বেশ গত ১৫ দিন ধরে ধরে অসুস্থ থাকার পর তিনদিন আগে করোনা টেস্ট করান। এরপরেই তার রিপোর্ট পজিটিভ আসে। পপির পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার দুপুরে পপির পারিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, ‘বর্তমানে পপির জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে। বাসায় থেকেই নিজের চিকিৎসা করাচ্ছেন। প্রয়োজনে ব্যবহারের জন্য বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন আনা হয়েছে। আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন।’
জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের সময় রাতে মাঝে মধ্যে ত্রাণ বিতরণে বের হতেন এই নায়িকা। যেটা নিয়মিভাবেই চলছিল। একদিন ত্রাণ বিতরণ শেষে বাসায় ফেরার পরে জ্বরে আক্রান্ত হন।
বাংলাদেশে করোনা বিস্তারের আগেই পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করছিলেন।
পরিবার জানায়, দ্রুত সুস্থতার জন্য পপি দেশের সকল মানুষের নিকট দোয়া প্রার্থনা করেছেন।