পটুুুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি
দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সার জনিত সমস্যায় ভুগছিলেন।
তিনি চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। ছিলেন চরকাজল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা,উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ,উপজেলা আওয়ামীলীগ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়,গভীর শোক প্রকাশ করেছেন।
এমপি মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ শোক জানান। পাঠকদের জন্য এমপির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল।
জনাব আব্দুল মালেক মিয়াঃ
সহকারী শিক্ষক (অবঃ) চরকাজল মাধ্যমিক বিদ্যালয়, সাবেক সফল চেয়ারম্যান, চরকাজল ইউনিয়ন পরিষদ, সাবেক সভাপতি চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগ ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য তিনি ফুসফুসে ক্যান্সার জনিত কারণে আজ রাত ৮ ঘটিকার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।