আজ ২৫ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের রুস্তমপুর কাস্টি নদীর ধারে জৈনক রাসেদ মিয়ার পাটক্ষেত সংলগ্ন উত্তর পাশে পানিতে উপুর হয়ে ভাসমান অবস্থায় থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেন নাসিরনগর থানা পুলিশ।
উক্ত ব্যক্তির পরনে প্রিন্টের চেক লুঙ্গি এবং কোমড়ে কালো সূতা(কাইতন/ত্যাগা) ছিল। তার কোন পরিচয় পাওয়া যায় নি।কোন ব্যক্তি চিনে থাকলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা জন্য বলা হল।