রাজধানীর বংশাল কসাইটুলীতে রাস্তার গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চার বছর বয়সী শিশু জান্নাতুল ইসলামের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে জান্নাতের শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। এ ঘটনায় দগ্ধ দুই শিশুর মৃত্যু হলো।
এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন বছর বয়সী শিশু মইনুল মারা যায়। এরপর মইনুলের বাবা জাবেদ হোসেন, মা শিউলি আক্তার ও জান্নাতুল ইসলামকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
জাবেদের শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে এবং শিউলীর দুই হাত ও বুক পুড়ে গেছে। দগ্ধ বাবা-মা দুজনই হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।