বগুড়া মাটিডালি এলাকায় একটি পিকআপভ্যান চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাশেদুল ইসলাম, আবু জাফর ও আজগর আলী।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এ ঘটনায় চালক-হেলপার পালিয়ে গেছে।