ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর নাম আবু জাহেদ।
দায়িত্ব পালনকালেই তিনি করোনায় আক্রান্ত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ১০ জুলাই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হলে তিনি রোববার দুপুরে মারা যান বলে জানিয়েছে কারা সূত্র।
তাঁর মৃত্যুতে কারা বিভাগের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর ২৬ দিন। তাঁর নিজ জেলা মেহেরপুর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।