রবিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ৯০ জন অসহায় মহিলাদের শাড়ী ও ২শত পিচ মাস্ক বিতরণ করে “মাতৃছায়া সেবা কুটির”।
বকুলবাড়ীয়া ইউনিয়ন কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সেবা সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন (নয়ন মোল্লা) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান।
বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা লামনা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, গলাচিপা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোহাম্মাদ জাকির হোসাইন,
প্রধান শিক্ষক আবু মোঃ. হানিফ, আ. মান্নান মিয়া, সমাজ সেবক রেফাতুল ইসলাম মোল্লা, মোহাম্মদ আবু ছালেহ, মো. রফিকুল ইসলাম সান্টু মোল্লা, প্রভাষক আবুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।