পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ ২১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন।
রবিবার সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে চার হাজার ছয়শ একুশ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। হত দরিদ্র জাকির চৌকিদার, রহিম মৃধা, আনোয়ার, রিয়াজ, রাজ্জাক মল্লিক,
পলাশ, মন্টু কৃষ্ণ পাল, জাদব দাস এরা বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে আমাদেরকে ১০ কেজি করে চাল দিয়েছে সরকার। এ সময়ে চাল পেয়ে আমরা খুব আনন্দিত। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাহেব আলী বলেন, ৮নং ওয়ার্ডে হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ১০ কেজি করে ভিজিএফ চাল পৌঁছে দেয়া হয়েছে।
২নং ওয়ার্ডের কাউন্সিলর আখি হাওলাদার বলেন, ২নং ওয়ার্ডের সকল হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল দেয়া হয়েছে। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল বলেন, হত দরিদ্রদের মাঝে ভিজিএফ ১০ কেজি করে চাল সুষ্ঠ ও সুন্দরভাবে সামাজিকতা বজায় রেখে দেওয়া হয়েছে।
এ বিষয় নিয়ে গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্য বান্ধব সরকার। তিনি প্রতিটি হত দরিদ্র মানুষের খবর জানেন। ঈদ-উল-আজহা উপলক্ষ্যে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হত দরিদ্রদের জন্য ভিজিএফ চাল দেওয়া অব্যাহত থাকবে।
গলাচিপা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শামীম মিয়া বলেন, সরকারিভাবে গলাচিপা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৬ টন ২শত ১ কেজি চাল বরাদ্দ হয়েছে। গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন বলেন, সরকারিভাবে গলাচিপা পৌরসভায় হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল দেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আষীশ কুমার বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষ্যে গলাচিপা পৌরসভায় হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার,
গরীব, দুঃখী, অসহায় মেহনতী মানুষের সরকার। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে গলাচিপা পৌরসভা ও ১২টি ইউনিয়নে হত দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।