রংপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী চাচা-ভাতিজি নিহত হয়েছে। গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে মিঠাপুকুরে আসার পথে রোবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদরের একটি ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় তারা প্রাণ হারান।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার লতিফপুর থেকে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরে আসছিল ব্যবসায়ী লাভলু মিয়া (৩৫)। সাথে ছিল তার ৯ বছরের ভাতিজি জুই মনি। মিঠাপুকুর ফিলিং স্টেশনের কাছে এলে পিছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে শিশু জুই মারা যায়। চাচা লাভলু মিয়াকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটিকে খোঁজা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।