রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের ৪০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে।
রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। আদালতে সাহেদের আরো ৪০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
এর আগে করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে যাওয়া অবস্থায় রিজেন্ট হাসপাতালের সাহেদকে গ্রেপ্তার করে র্যাব।
এরপরে বৃহস্পতিবার (১৬ জুলাই) সাহেদকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।