পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে গলাচিপা প্রেস ক্লাবে মাস্ক প্রদান করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাবেক ছাত্র নেতা, সাবেক ঢাকা নিউ মডেল সরকারী ডিগ্রি কলেজের ভিপি শওকত হোসেন ভুলুর পক্ষ থেকে গলাচিপা প্রেস ক্লাবের সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী মাস্ক প্রদান করেন গলাচিপার বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামল কর্মকার। সোমবার (২৭ জুলাই) বেলা ১২ টায় গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় এর হাতে মাস্ক তুলে দেন। গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, বৈশ্বিক করোনা মহামারীর এই দুর্যোগ মূহুর্তেও গলাচিপার সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই গলাচিপা প্রেস ক্লাব সদস্যদের সুরক্ষার জন্য মাস্ক প্রদান করায় তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।