December 26, 2024, 5:01 am

গলাচিপায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ
  • Update Time : Monday, July 27, 2020,
  • 139 Time View

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সরকার কর্তৃক ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) প্রকল্পে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় ৬৮৮১৪ পরিবারের জন্য ৬৮৮.১৪০ মেট্রিক টন এবং গলাচিপা পৌরসভায় ৪৬২১ টি পরিবারের জন্য ৪৬ টন ২১০ কেজি চাল চাল বরাদ্দ দিয়েছে। সরকারের পক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা ও পৌরসভা পর্যায়ে এই ভিজিএফ খাদ্য সহায়তা দেশের বন্যা কবলিত এবং অন্যান্য দূর্যোগে আক্রান্ত, অসহায়, দুস্থ, হতদরিদ্র ব্যক্তি ও পরিবারের জন্য বিতরণ করা হয়েছে বলে গলাচিপা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে (২৭ জুলাই) সকালে গলাচিপা সদর ইউনিয়ন, ডাকুয়া ইউনিয়ন ও বকুলবাড়িয়া ইউনিয়নের হত-দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাদি, ডাকুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাকিব মোল্লা, বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর খান সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও সচিবরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে কোরবানি উপলক্ষ্যে সরকারের দেয়া ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) প্রকল্পের খাদ্য সহায়তা প্রদান করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গলাচিপা উপজেলায় হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছেন। পরে বেলা ১১টায় ডাকুয়া ইউনিয়নে টি.সি.বির পন্য সামগ্রী সাশ্রয়ী মূল্যের বিক্রয় কার্যক্রমের ডিলার পয়েন্ট উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71