কক্সবাজারের টেকনাফ ও সদর উপজেলার কবিতা চত্বর এলাকা থেকে পাঁচজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর রাতে এসব মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ থানা পুলিশ জানায়, উপজেলার হোয়াইক্যং এলাকায় দুইদল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, তারা মাদক ব্যবসায়ী। মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের গোলাগুলিতে এই ঘটনা।
তবে টেকনাফ থানা পুলিশ এখনো বিস্তারিত জানাতে পারেননি। অধিকতর তদন্ত শেষে তারা এই ঘটনা সম্পের্কে বিস্তারিত জানাতে পারবেন।
অপরদিকে কক্সবাজার সদর থানা পুলিশ কবিতা চত্বর এলাকা থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।