পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক বিখ্যাত গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করছে পাকিস্তান। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে৷ লাহোরে গুরুদুয়ারা শাহিদি আস্থানাকে মসজিদ শাহিদ গঞ্জ দাবি করা হচ্ছে৷ কিছু মানুষ ওই ঐতিহাসিক গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করেছে৷ ঘটনার দিকে কড়া নজর রাখছে ভারত’।
তিনি আরো জানান, শিখ সম্প্রদায়ের পবিত্র স্থান গুরুদুয়ারা এই ধরনের ঘটনাকে ভারত উদ্বেগজনক হিসেবেই দেখছে। পাকিস্তানকে অবিলম্বে ঘটনার তদন্ত শুরুর জন্য কূটনৈতিক চাপ দিচ্ছে ভারত।