পাকিস্তানের লাহোরে একটি গুরুদোয়ারাকে মসজিদে রূপান্তরিত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে সে দেশের সংখ্যালঘুদের অধিকার, নিরাপত্তা রক্ষার দাবি জানিয়েছে ভারত। তাদের ধর্মীয় ঐতিহ্য রক্ষার দাবিও জানায় ভারত।
ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ভারতের তরফ থেকে পাকিস্তান হাইকমিশনের কাছে এ দিন প্রবল প্রতিবাদ জানানো হয়েছে, পাকিস্তানে গুরুদোয়ারাকে মসজিদে রূপান্তর করার ঘটনা নিয়ে।
শিখ ধর্মের ভাই তারু সিংজি শহিদ হন বর্তমান পাকিস্তানের লাহোরের নউলাখা বাজারের কাছে একটি এলাকায়। সেই এলাকাতেই গড়ে ওঠে শিখ ধর্মীয় স্থান গুরুদোয়ারা শাহিদি স্থান। জানা গিয়েছে, পাকিস্তান সেখানে এলাকার নামকরণ করেছে মসজিদ শাহিদগঞ্জ। সেখানেই গুরুদোয়ারাকে মসজিদে রূপান্তরের চেষ্টা হচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেখানকার সংখ্যালঘু শিখ সম্প্রদায় প্রতিবাদ জানায়। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তারা।