পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক -কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে ৫৩ জন শিক্ষক কে পাঁচ হাজার টাকার চেক ও ১৮ জন কর্মচারীদের কে দুই হাজার পাঁচ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হল রুমে কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিবুবুর রহমান ।
এসময়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম,এম, রাকিবুল আহসান, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, ৭১টিভি কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু এশিয়ার টিভি কলাপাড়া প্রতিনিধি জসিম পারভেজ, দৈনিক আজকাল প্রতিনিধি রাসেল মোল্লা প্রমুখ।