খুলনায় চাকরির ইন্টারভিউ’র নামে নেশাযুক্ত খাবার খাইয়ে এক তরুণীকে অজ্ঞান করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কুপ্রস্তাব ও চাঁদা দাবি করে প্রতারকরা।
খুলনা র্যাব-৬ এ অভিযোগে শ্যামল কুমার সেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে মেমোরি কার্ড ও ওই তরুণীর আপত্তিকর ছবি, ভিডিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) এএসপি মো. মাহবুব-উল আলম এ তথ্য জানিয়েছেন।
প্রতারক শ্যামল কুমার সেন খুলনার দিঘলিয়া বারাকপুর এলাকার দুলাল চন্দ্র সেনের ছেলে।
র্যাব জানায়, ওই তরুণীকে নগরীর একটি বাসার ঠিকানা দিয়ে সেখানে চাকরির ইন্টাভিউ দিতে বলা হয়। কথামতো ওই বাড়িতে গেলে শ্যামল কুমার তাকে বিভিন্ন রকমের খাবার খেতে দেয়। যা খেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে। এ সুযোগে শ্যামল কুমার ও তার সহযোগীরা মিলে ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি দেখিয়ে ব্লাকমেইল, কুপ্রস্তাব ও মোটা অংকের টাকা দাবি করা হয়।
শ্যামল কুমার সেনকে গ্রেপ্তার ও এ ঘটনায় থানায় মামলা হয়েছে।