December 24, 2024, 3:24 am

ঈদের দিনেও জাদের ঈদের আনন্দ নেই  ।

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Saturday, August 1, 2020,
  • 216 Time View

 

বিশ্ব মুসলিমের বাৎসরিক ধর্মিও উৎসব দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, বছরের এ দুটি দিনে বিশ্বের হাজার হাজার মানুষ এই দিনে এ উৎসব থেকে বঞ্চিত কারন তাদের উপরে অর্পিত দায়ীত্বকে পালন করার জন্য।

এ সকল দায়ীত্বপরায়ণ লোকদেরকে সম্মুখ যোদ্ধা ও বলাজায়। এদের ভিতর আইনশৃঙ্খলা বাহিনী,সাংবাদিক, স্বাস্থ্য কর্মী ডাঃ সহ এ সেক্টরের সংশ্লিষ্ট সকলে,এ ছারা জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স ড্রাইভার।

আজকে দেখলাম পটুয়াখালী সদর থানায় সকল ফোর্সদের নিয়ে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পটুয়াখালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলে মিলে সদর থানায় পবিত্র কোরবানি উপলক্ষে দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।

এবং ডিউটি ব্যাতিত প্রায় সকলেই এ দাওয়াতে অংশগ্রহণ করেন। মুসলমানদের বছরের এ দুটি দিনে অনেক পুলিশ সদস্য, স্বাস্থ্য কর্মী,ডাঃ এদের ছুটি হয়না কারন এরা জরুরী সেবার আওতায় পরে। আসলে এদেরও এক একটি পরিবার রয়েছে, আর সেই পরিবারের বাবা মা এরা অন্তত বছরের এই দিনে তাদের সন্তানকে কাছে পাবে সেই প্রত্যাশায় থাকে কিন্তু,

হঠাৎই পরিবারের কাছে ফোন জায় মা বাবা আমিনা ঈদের ছুটি পাইনি হয়ত আগামীতে পেয়ে জাবো মা তখন তোমাদের সাথে জমিয়ে ঈদ উপভোগ করবো। কিন্তু পরবর্তী বছরেও হয়ত ছুটি মিলেনা এভাবেই দিনের পর দিন চলছে, অনেকে আবারও এমনটাও বলে যে,এ চাকুরী আর করবোনা আমি ছেরে পরিবারের কাছে চলে জাবে কিন্তু ক্ষেত্র বিশেষ জাওয়া হয়ে ওঠেনা হয়ত এভাবে একসময় তাদের চাকুরির মেয়াদ শেষ একেবারেই বাড়ীতে চলে জেতে হয়।

এ দিকে সংবাদ কর্মিদের ক্ষেত্রে ও একই অবস্থা হয়ত ঈদের দিন সকালে জামাতে নামাজ আদায় করার শত ইচ্ছে থাকা সত্বেও পারেনা কারন ঐ জামাতের বিস্তারিত খবর দেশবাসীকে জানাতে হবে, এছারা জরুরী কোন ঘটনা ঘটে সেগুলোকে দেশও জাতীর সামনে তুলে ধরতে হবে, একারণে নিজ পরিবারের সদস্যদেরকও বছরের এই দিনটাতে একটু সময় দেয়া জায় না।

আর এ কারনে অনেক পরিবারের সদস্যদের এ বিষয় অভিযোগের শেষ নেই। এদিকে ডাঃ ও স্বাস্থ্য কর্মী এরাও একই অবস্থায় পারকরে বছরের এই দুটো দিন।পরিশেষে এভাবেই চলে যায় বছরের এই দুটো দিন, তারপরও জারা এসকল দায়িত্ব পালন করছে দিন শেষে তাদের মুখে হাসির কমতি নেই কারন তারা একজন ব্যাক্তির সুখ বিসর্জনের কারনে গোটা দেশ গোটা সমাজকে সেবাদিতে পেরে তারা আনন্দিত।

পরিশেষে এটাই বলবো যে,দায়ীত্ব পালনে একটু ভূল হলেই আমরা তাদের সমালোচনা করতে দিধাবোধ করিনা তবে তার আগে আমরা জেন একটু ভেবে নেই যে,সবাই মানুষ আর আমরা ভূলের উর্ধে নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71