রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস উপহার পেলেন দৌলতদিয়া যৌনপল্লীর এক হাজার ৬০০ যৌনকর্মী। ঢাকার উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় জনপ্রতি এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।
আজ শনিবার বিকেলে দৌলতদিয়া যৌনপল্লীর প্রধান গেটের সামনে সামাজিক দূরত্ব মেনে কোরবানির ওই মাংস বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, স্থানীয় দৌলতদিয়া ইউপি মেম্বার আব্দুল জলিল ফকির, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন অসহায় নারী ঐক্যর সভাপতি ঝুমুর আক্তার প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।