January 4, 2025, 12:33 am

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, August 2, 2020,
  • 67 Time View

করোনাভাইরাস মোকাবিলা এবং অর্থনীতি ঠিকভাবে সামাল দিতে না পারার অভিযোগ এনে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনতা।

গতকাল শনিবার পদত্যাগের দাবিতে কয়েক হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে জড়ো হয়।

বিক্ষোভকারীরা মধ্য জেরুজালেমের সড়কে বিক্ষোভ করেন। সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এমন তথ্য জানিয়েছে।
জেরুজালেম ছাড়া তেলআবিব এবং মধ্য ইসরায়েলে নেতানিয়াহুর সৈকত ভবনের কাছেও বিক্ষোভকারীদের ছোট জমায়েত দেখা যায়। এছাড়া দেশের ব্যস্ততম সংযোগ সড়কগুলোতে বিক্ষোভকারীরা জড়ো হন।

গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবার সবচেয়ে বেশি জনসমাগম হয়। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ২০১১ সালের বিক্ষোভের পর এই প্রথম এত জনসমাগম হলো।

বিক্ষোভকারীরা করোনা মোকাবিলায় নেতানিয়াহুর ভূমিকার প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তারা।

স্থানীয় ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হলে বিকালের দিকে তারা সুশৃঙ্খলভাবে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন।

অবশ্য বিক্ষোভের বিষয়টি আমলে নিতে চাচ্ছেন না নেতানিয়াহু। যদিও বিক্ষোভ ক্রমশ জোরালো হচ্ছে। এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71