ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় ডাকাত দলের দু’গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি নিহত যুবক ডাকাত দলের সদস্য। সকালে নিহত ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ১টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি।
নিহত যুুবকের নাম গুনাই কামরুল (২৪) পাঠাননগর পূর্ব হরিপুর গ্রামের হানিফ পাঠানের ছেলে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, শনিবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নে ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুনাই কামরুল নামের এক ডাকাত সদস্যের মৃতদেহ উদ্ধার করে। এসময় একটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ মোট ১৫ টি মামলা রয়েছে।