January 4, 2025, 12:27 am

৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, August 2, 2020,
  • 87 Time View

৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জনতেমনই শিক্ষা ক্ষেত্রেও বয়স কেবল মাত্র একটা সংখ্যা। ইটালির জিউসেপ প্যাটার্নো-৯৬ বছর বয়সে সে কথাই আর একবার প্রমাণ করলেন।

তিনি চাকরি করতেন ইতালির রেল ডিপার্টমেন্টে। কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করা হয়নি তাঁর। জীবনের নানা চাপে পড়ে মাঝ পথে ছাড়তে হয়েছিল পড়াশুনা।

কিন্তু সারাজীবন বই নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। তাঁর ইচ্ছে ছিল গ্র্যাজুয়েট হওয়ার। ৯০ বছর বয়সে তিনি শুরু করেন স্নাতক ডিগ্রির পড়াশুনো। ইতিহাস ও দর্শন নিয়ে শুরু করেন পড়াশুনো। এবং ২০১৭ সালে তিনি কলেজে ভর্তি হন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি ভেবে নিয়েছিলাম আমাকে গ্র্যাজুয়েট হতেই হবে। শিক্ষা একমাত্র বিষয় যা মৃত্যুতেও আমার সঙ্গেই যাবে। আমি লজ্জা বা ভয় পাইনি। ক্লাসে ২০ বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমি অবশ্যই বেমানান। কিন্তু আমার ছোট্ট সহপাঠীরা কখনও আমায় বুঝতে দেয়নি আমি বেমানান। তাই আজ আমি স্বপ্ন সত্যি করতে পেরেছি।

ইতালির পালের্মো বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ২০ বছর বয়সী সহপাঠীরা তাঁর এই সাফল্যে গর্ব বোধ করছেন। সকলে স্টেজে উঠে করতালি দিয়ে অভিবাদন জানান ৯৬ বছর বয়সী এই স্নাতককে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71