সিলেটের জকিগঞ্জে পুলিশের সাথে ”বন্দুকযুদ্ধে” মুন্না আহমদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এছাড়াও তারা বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে বলেও জানায় পুলিশ।
রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ১২টি মাদক মামলার আসামি বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের।
তিনি আরো জানান, নিহত মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের উপর গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৭ থেকে ৮ জন পুলিশ আহত হয়েছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।