ঢাকায় অবস্থান করতে হবে এই শর্তে জামিন নিয়ে দলবলসহ হাওড়ে ঘুরলেন যুদ্ধাপরাধ মামলার আসামি জোবায়ের মনির। সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর বলছেন, আদালত অবমাননার দায়ে তার জামিন বাতিল চাওয়া হবে।
মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া গ্রামে গণহত্যা মামলায় অভিযুক্ত ১১ আসামির মধ্যে জোবায়ের মনির অন্যতম। তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
অসুস্থতা ও বয়স বিবেচনায় তাকে জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল। শর্ত ছিলো থাকতে হবে ঢাকায়। অথচ দলবল নিয়ে নিজ এলাকার হাওড়ে ঘুরে বেড়ালেন এ আসামি। উঠেছে সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ।
ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, এমন আচরণ চরম ধৃষ্টতা। তার জামিন বাতিল চেয়ে দু’একদিনের মধ্যে আবেদন করার কথাও জানিয়েছেন প্রসিকিউটররা।
২০১৯ সালে জোবায়ের মনিরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্ত সংস্থা।